রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ, ১৪৩১

রৌমারীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর আটক

editor
এপ্রিল ২৪, ২০১৮ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর আটক। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খেদাইমারী এলাকায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে মমতাজ বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে গৃহবধূর স্বামী মোঃ মিজানুর রহমান ও শ্বশুর আব্দুল হামিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয়দের তথ্য মতে,পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোরে গৃহবধূ মমতাজকে গলা টিপে হত্যা করে তার স্বামী। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে গৃহবধূর স্বামী মিজানুর ও শ্বশুর হামিদকে আটক করে রৌমারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত গৃহবধূর স্বামী ও শশুর কে আটক করে।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান- নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।