ঢাকাFriday , 2 February 2018
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ৪৩তম ডিএমপি দিবস

editor
February 2, 2018 3:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল শনিবার (৩ ফেব্রয়ারি)। ১৯৭৬ সালের এই দিন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডিএমপি। দিবসটি উপলক্ষে শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর ১২টি থানা নিয়ে ডিএমপি গঠনের আদেশ হয়। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এরপর থেকে প্রতিবছর ৩ ফেব্রুয়ারি ডিএমপি দিবস হিসেবে পালন করা হয়।
ডিএমপি দিবসে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত র‌্যালি, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের শিল্পীদের নানা পরিবেশনা থাকবে। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু, আরেফিন রুমিসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।