নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেবেন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া। এরপর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া পর দিন রবিবার বিএনপির ‘বিজয় র্যালি’র কর্মসূচি রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।