ঢাকাFriday , 19 January 2018
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

editor
January 19, 2018 10:27 am
Link Copied!

জাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি : “লোকে যদি কষ্ট পায় মাঘের শীতে , আমার উষ্ণতায় তৃপ্তি পাবো কিসে?”-
এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রতিবারের ন্যায় এবারো বার্ষিক শীত বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আজ ১৮ জানুয়ারি, ২০১৮ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভিন্ন ইউনিটের আর. এস. এল. বৃন্দ ও অন্যান্য রোভাররা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “জবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং উত্তোলিত অর্থের মাধ্যমে আমরা প্রায় ৫০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।