ঢাকাTuesday , 10 April 2018
আজকের সর্বশেষ সবখবর

শেষ হল বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব

Sumon Chowdhury
April 10, 2018 5:48 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সোমবার থেকে শুরু হয় ‘ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব-২০১৮।’ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা আজ মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনের বেশ কয়েকটি ইভেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ফুটবল খেলা। ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ও সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড) বাংলাদেশ। সুইড বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এনএএসপিডি। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার। প্রত্যেক বিজয়ীকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা করা হয়েছে। প্রথম দিনে দৃষ্টি প্রতিবন্ধীদের (৬-১০ বছর) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হন মোরসালিন (ব্র্যাক), দ্বিতীয় হন জয় (ব্র্যাক) ও তৃতীয় হন মুস্তাকিম (ব্র্যাক)। শারীরিক প্রতিবন্ধীদের (১১-১৫ বছর) ৭৫ মিটার হুইল চেয়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম হন হৃদয় (সিআরপি), দ্বিতীয় হন রাকিব (সিআরপি), আর তৃতীয় হন লিমন (সিআরপি)। অটিস্টিক ছেলে-মেয়েদের দ্রুত হাঁটা প্রতিযোগিতায় প্রথম হন জিসান, দ্বিতীয় হন অয়েস আর তৃতীয় হন নাবিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।