ঢাকাTuesday , 27 March 2018
আজকের সর্বশেষ সবখবর

শৈল্পিক নকশার মাউস দেশের বাজারে আনলো টেক-রিপাবলিক

Sumon Chowdhury
March 27, 2018 6:18 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলা নতুন বছরকে বরণ করতে তারহীন প্রযুক্তির বাহারি মাউস দেশের বাজারে এনেছে টেক রিপাবলিক লিমিটেড।
শৈল্পিক নকশার প্রোলিংক পিএমডব্লিউ-৫০০৫ সিরিজের এই মাউসটির রয়েছে ৫টি ভিন্ন মডেল। রঙ ভেদে মডেল নাম- ব্লাস্ট, ক্রিস্টাল ব্লু, কনফেটি, ফিউচারস্টিক ও ক্ষুদ্রাকৃতির ব্লু-টুথে সংযুক্ত মাউসটি ১০ মিটারের মধ্যে দুর্দান্ত কাজ করে। ব্যাটারি সাহেনা। ২ দশমিক ৪ গিগাহার্জ গতির ১৬০০ ডিপিআই ক্ষমতাধর এই মাউসে রয়েছে ঝামেলামুক্ত ব্যবহার ও ক্ষিপ্র-গতির স্ক্রলিং সুবিধা। পোর্ট দেয় ১২ মাসের মতো।
মাত্র আট শত দশ টাকার এই মাউসটিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।