ক্রীড়া প্রতিবেদক : হংকংয়ে অনুষ্ঠিত চারজাতি জকি ক্লাব গার্লস আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। হংকংয়ে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। দলের প্রত্যেককে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, উইমেন্স কমিটির চেয়ারম্যান ও ফিফার নির্বাচিত সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য ও হংকংয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কোচ গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক মারিয়া মান্ডাসহ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।