ক্রীড়া প্রতিবেদক : তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
নারীর স্বাস্থ্য, অধিকার ও ইচ্ছাপূরণ প্রকল্প- সখীর নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘তৃতীয় সখী নারী ফুটবল টুর্নামেন্ট।’ টুর্নামেন্ট শুরু হবে রোববার তেজগাঁও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন্দ্রীয় খেলার মাঠে। ছয় দলের হয়ে খেলায় অংশ নেবে ৯০ জন খেলোয়াড়। ৪ ও ৫ মার্চ প্রথম পর্বের ৩০ মিনিটের ম্যাচ (১০মিনিট বিরতি) হবে তেজগাও টেক্সটাইল ইউনিভার্সিটির মাঠে। ৮ মার্চ বেলা তিনটায় আন্তর্জাতিক নারী দিবসে ফাইনাল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে। টুর্নামেন্টে অংশ নেবে দুর্বার মোহাম্মদপুর, তেজস্বিনী মহাখালী, অনিরুদ্ধ মহাখালী, অনির্বাণ মিরপুর, অরুনোদয় মহাখালী ও দুরন্ত মহাখালী। টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য, এএফসি নির্বাহী সদস্য এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, ব্লাস্ট এর উপদেষ্টা অ্যাডভোকেট তাজুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর মাহবুবা আক্তার ও প্রজেক্ট ম্যানেজার আব্দুল মালেক।