ঢাকাTuesday , 27 March 2018

সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার: ফখরুল

editor
March 27, 2018 9:25 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘স্বাধীনতা র‌্যালি’ উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এ র‌্যালির আয়োজন করেছে।
আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়েছে। শান্তিনগর মোড়ে গিয়ে তা শেষ হবে।
র‌্যালিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
গত শনিবার নয়াপল্টনে দলের স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।