ঢাকাSunday , 24 December 2017
আজকের সর্বশেষ সবখবর

সরকার পাকিস্তানি কায়দায় দেশ চালাচ্ছে: খালেদা জিয়া

editor
December 24, 2017 1:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সরকার পাকিস্তানিদের কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘একই অবস্থায় আজকে দেশ গণতন্ত্রহীন। দেশে নির্বাচন হতে পারে না। নির্বাচন হয় না।’
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপি সভাপতি কর্নেল অব. অলি আহমদ, মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।
খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, এটা নিয়ে সবসময় আওয়ামী লীগ হীনম্মন্যতায় ভোগে। তারা সত্যটাকে গোপন করে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন— দেশ ও দেশের মানুষ এটা জানে। তার ঘোষণায় সাড়া দিয়েই সারাদেশে মানুষ, সিপাহীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।’
এর আগে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, রবিবার দুপুর ১২টায় মহানগর নাট্যমঞ্চে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার।
খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভয় পায়। তারা মানুষকে সম্মান দিতে জানে না। তাই দেশের মানুষও এখন আওয়ামী লীগকে সম্মান করে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।