ঢাকাFriday , 15 December 2017

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলতে ঢাকায় তিন অতিথি

editor
December 15, 2017 3:26 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারত, ভুটান ও নেপাল। তিন অতিথি দলই চলে এসেছে ঢাকায়। রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ চার দল নিয়ে মাঠে গড়াবে এ আসর। প্রথম দিন সকাল ১১.৩০ মিনিটে ভারত ও ভুটানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের মেয়েরা খেলবে নেপালের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে।
দল চারটি বলে খেলা হবে লিগ ভিত্তিতে। প্রতিটি দল পরস্পরের মোকাবিলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৪ ডিসেম্বর দুপুর ২ টায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।