ঢাকাThursday , 8 February 2018

সিম্ফনি রোর ভি৭৮ কিনলে বাংলালিংকের ৯ জিবি ইন্টারনেট ফ্রি

editor
February 8, 2018 3:32 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : ৯ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ও ৩০০ মিনিট ফ্রি টক টাইমসহ (অন-নেট) সাশ্রয়ী মূল্যের ‘সিম্ফনি রোর ভি৭৮’ নিয়ে এলো ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ফোনটির মূল্য ৫ হাজার ৫৯০ টাকা।
আকর্ষণীয় বিভিন্ন অফারের সাথে জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন কেনার সুযোগ দেয়ার মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল জীবনযাত্রা বাস্তবায়নের একটি উদ্যোগ হিসেবে এ বিশেষ বান্ডেল অফার চালু করেছে বাংলালিংক।
ঢাকার গুলশান ১-এ অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস্ ডেন–এ সম্প্রতি স্মার্টফোনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ও এডিসন গ্রুপের বিজনেস অপারেশন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান।
‘সিম্ফনি রোর ভি৭৮’-এ আছে ৪ দশমিক ৯ ইঞ্চি (২.৫ডি) ফুল ভিশন ডিসপ্লে, ১৮:৯ আসপেক্ট রেসিও, ২০০০ এমএএইচ ব্যাটারি, ৫ মেগা পিক্সেল + ৫ মেগা পিক্সেল ক্যামেরা, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম এবং ১.৩ কোয়াড কোর প্রসেসর।
আকর্ষণীয় ফিচারের হ্যান্ডসেটটির সাথে বাংলালিংকের ফ্রি ৯ গিগাবাইট ইন্টারনেট ডেটা ও ৩০০ মিনিট টক টাইম ক্রেতাদের ডিজিটাল জীবনযাত্রার চাহিদা পূরণে সক্ষম হবে। স্মার্টফোনটি ক্রয়ের পর প্রতি মাসে ৩ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা ও ১০০ মিনিট ফ্রি টক টাইম (৩ মাসের জন্য) উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এছাড়াও গ্রাহকরা তিন মাসে ৩০ বার ১ দশিমিক ৫ গিগাবাইট ডাটা কিনে ১০০% বোনাস পাওয়ার মাধ্যমে ৪৫ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট উপভোগ করতে পারেন।
দেশের সকল বাংলালিংক স্টোর, বাংলালিংক ই-স্টোর এবং বাংলালিংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলে পাওয়া যাবে অফারটি। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে: https://www.banglalink.net/en/eshop এই লিংকে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল বলেন, দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা আরও বেশিসংখ্যক গ্রাহককে ডিজিটাল জীবনযাত্রার সাথে যুক্ত করতে চাই। সাশ্রয়ী মূল্যের এই বান্ডেল অফার ক্রেতাদের ডিজিটাল জীবনযাপনের সহায়ক হবে। দেশের ডিজিটালকরণে ভূমিকা রাখতে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের সাথে ভবিষ্যতেও চুক্তিবদ্ধ হবে বাংলালিংক।
এডিসন গ্রুপের বিজনেস অপারেশন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান বলেন, “বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই বান্ডেল অফারটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সিম্ফনি বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করে যাচ্ছে। ‘সিম্ফনি রোর ভি৭৮’ আকর্ষণীয় ফিচারযুক্ত একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট। এর সাথে ৯ জিবি ইন্টারনেট ডেটা ও ৩০০ মিনিট টক টাইম এবং ৪৫ জিবি ইন্টারনেট বোনাস অফারটিকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।