ঢাকাMonday , 5 February 2018
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

editor
February 5, 2018 11:49 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় সার্কিট হাউজে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরীতে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তার গাড়িবহরকে স্বাগত জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে, সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন খালেদা জিয়া।
হজরত শাহ্জালাল (রহ.) ও হজরত শাহ্পরানের (রহ.) -এর মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে গেছেন তিনি।
এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।
সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারতে গেলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।