ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এক ধাপ এগিয়ে উন্নত দেশে উন্নীত হওয়ায় ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার হাসান পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সাংবাদিক জিয়াউর রহমান বকুল, আসাদুজ্জামান শামিম, গোলাম সারোয়ার স¤্রাট, নবীন হাসান, বাপ্পী প্রমুখ।
ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উন্নীত হওয়ার লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তারা বাংলাদেশ তুলিবিহীন ঝুড়ি না থেকে বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে উন্নয়নের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও খুব অল্প দিনের মধ্যে দেশের মানুষ কাজের জন্য অন্য কোন দেশে পারি জমাবে না বলে ধারনা করা হয়।
