ঢাকাTuesday , 23 January 2018

হুয়াওয়ে স্মার্টফোন কিনলেই দিচ্ছে ফ্রি ইন্টারনেট

editor
January 23, 2018 10:29 am
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : নতুন বছরে হুয়াওয়ের স্মার্টফোন ক্রয়ের সঙ্গে বিনামূল্যে ইন্টারনেটের পারফেক্ট অফার আনলো বিশ^খ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সকল গ্রামীণফোন গ্রাহকরা উক্ত অফার উপভোগ করতে পারবেন হুয়াওয়ের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে।
হুয়াওয়ে নোভা টুআই, ওয়াইসেভেন, ওয়াইসিক্স টু, ওয়াইসিক্স টু প্রাইম, জিআরথ্রি ২০১৭, জিআরফাইভ ২০১৭ (স্ট্যান্ডার্ড), জিআরফাইভ ২০১৭ (প্রিমিয়াম) এবং মিডিয়াপ্যাড টিথ্রি টেন ট্যাব ক্রয় করে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ১৪ দিনের মেয়াদে পাবেন মোট চার জিবি ইন্টারনেট ডাটা।
এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ইন্টারনেট ও স্মার্টফোন- একটি অন্যটির পরিপূরক। স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট নেই- এমনটি সচরাচর দেখা যায় না বললেই চলে। আর তাই আমরা আমাদের বিশ^খ্যাত হ্যান্ডসেট ক্রয়ের সঙ্গে ক্রেতাদের বিনামূল্যে ইন্টারনেট ডাটা অফার চালু করেছি। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকরা উক্ত অফারটি সহজেই উপভোগ করতে পারবেন। হুয়াওয়ের উপর সম্মানিত ক্রেতাদের বিশ্বাস ও ভালোবাসা অটুট রাখতেই আমাদের এই প্রচেষ্টা।
দেশব্যাপী ৬৪টি জেলার হুয়াওয়ে ব্র্যান্ডশপ ছাড়াও তালিকাভুক্ত মোবাইল বিক্রির দোকান থেকে উল্লেখিত মডেলের হ্যান্ডসেটগুলো ক্রয়ের ক্ষেত্রে বিনামূল্যে গ্রামীণফোনের ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন সম্মানিত ক্রেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।