ঢাকাThursday , 21 December 2017

১০ শতাংশ ছাড়ে ড্যাফোডিলের ফোন পাবেন সিএনজি চালকরা

editor
December 21, 2017 11:56 am
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : গতি লেটস গো’র সিনজি চালক ও সিএনজি মালিকদের জন্য অফার এনেছে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। তাঁরা এখন থেকে ড্যাফোডিলের লি-ফোন কিনতে পারবেন ১০ শতাংশ ছাড়ে।
বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। গতি লেটস গো-এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোস্তাফা কামাল ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড মোবাইল বিভাগের বিজনেস হেড মো. তৌফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
রাজধানীতে সদ্য চালু হওয়া গতি লেটস গো নামে নতুন একটি অ্যাপ সার্ভিস। এই অ্যাপের মাধ্যমে গ্রহকরা সিএনজি ও অটোরিকশা সেবা পাবেন। এই সিএনজি মালিক ও চালকদের আরো উৎসাহিত করতেই এই সুযোগ এনেছে বলে জানান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড মোবাইল বিভাগের বিজনেস হেড মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, গতি লেটস গো জন্য শুভ কামনা রইলো। আর যে সমস্ত চালক ও মালিকরা গতি লেটস গো’র সাথে থাকবে তাদের জন্য আমাদের ড্যাফোডিল কম্পিউটার্সের লি-ফোন ডব্লিউ৭এস’ স্মার্টফোনটি ১০ শতাংশ ছাড়সহ ক্যাশ-অন ডেলিভারি সুবিধা পাবেন। আর এই ফোনটির বাজার মূল্য ৩ হাজার ৯৯০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।