ঢাকাWednesday , 14 March 2018
আজকের সর্বশেষ সবখবর

১৫ মার্চ থেকে ষষ্ঠ রানার-চ্যানেল আই বিচ ফুটবল শুরু

editor
March 14, 2018 12:49 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : চ্যানেল আইয়ের আয়োজনে ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে রানার-চ্যানেল আই বিচ ফুটবল উৎসব। ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের ম্যাচ দিয়ে দিয়ে শুরু হবে এবারের আসর। আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ কক্সবাজারের সমুদ্র সৈকতে বসবে সাবেক জাতীয় ফুটবলারদের এই মিলনমেলা। সৈকতের তপ্ত বালুতে ছয়টি দল দুটি
গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করবে। প্রতিটি ম্যাচ লাইভ সম্প্রচার করবে চ্যানেল আই। বাংলাদেশের ফুটবল এবং পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই আয়োজন করে চ্যানেল আই বিচ ফুটবল। এবারের আসরে আনা হচ্ছে নতুনত্ব। যেখানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পাশাপাশি প্রতিটি দলের জন্যই রাখা হয়েছে প্রাইজমানির ব্যবস্থা।
অংশগ্রহণকারী দলগুলো হল- মোহামেডান মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স, আবাহনী মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স ও
মুক্তিযোদ্ধা মাস্টার্স। বীচ ফুটবল উপলক্ষে সোমবার দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ওয়াফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্ট কেন্দ্র করে সমুদ্র সৈকত উত্ধসঢ়;সবমুখর থাকবে। চুন্নু, গাফফার, মঞ্জু, মহসীন, টুটুল, খোরশেদ আলম বাবুল,
হাসানুজ্জামান খান বাবলু, কায়সার হামিদ, সাব্বির, নকিব, আলফাজ, শেখ আসলাম, শফিকুল ইসলাম মানিক, মাসুদ রানা, মামুন বাবু, কানন, জাকির, রুপুু, আশীষ ভদ্র, সম্রাট, লিটন, পনিরসহ প্রায় ৯০ জন সাবেক তারকা ফুটবলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।