ক্রীড়া প্রতিবেদক : শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন তৃতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। টানা তৃতীয়বারের মতো মাস্টার্স ক্রিকেট কার্নিভালে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে তৃতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল হবে নতুন নিয়মে, প্রতি ইনিংস ১০০ বলে। ১৫ ওভার হবে ছয় বলে, আর শেষ ওভারের দৈর্ঘ্য ১০ বল। ইমোগো স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন মাঠে গড়াবে ২ মে। ফাইনাল ম্যাচ হবে ৫ মে। এই প্রতিযোগিতায় অংশ নেবে পাঁচটি দল – বেক্সিমকো-ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার-চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স। বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। পাঁচ দলের অংশগ্রহণে প্রতিযোগিতার সবগুলো ম্যাচ হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে আয়োজকরা। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-এমসিসি ২০১৮ পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট’। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দল আইকনসহ ৫ ক্রিকেটারকে আগেই নিশ্চিত করেছে। তাই বাকি ক্রিকেটারদের এই ড্রাফটের মাধ্যমে বেছে নেয়া হয়। রাফট শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দুই আহবায়ক সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন।
আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপ বাংলাদেশের পরিচালক সৈয়দ আবু আবেদ মোহাম্মদ সাহের, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত ও র’নেশন্স খুলনা মাস্টার্সের অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।