ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এসোসিয়েশনের আয়োজনে আগামী ২৪ জানুয়ারী কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস ঢাকা ওপেন গলফ প্রতিযোগিতা। আসরে এশিয়ান সার্কিট, ইন্ডিয়ান সার্কিট ও বাংলাদেশের প্রায় ১৩২ জন পেশাদার গলফার অংশ নেবেন।
এ উপলক্ষে মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেশনাল গলাফর এসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, স্পন্সর প্রতিষ্ঠান সিটি ব্যাংকের আদিল ইসলাম, বাংলাদেশ বিমানের আনিসুর রহমান চিশতি ও প্রাণ গ্রুপের পক্ষে আনিসুর রহমান উপস্থিত ছিলেন। আসরের মোট প্রাইজমানি পঞ্চাশ লাখ টাকা কার্ডপ্রাপ্তদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হবে বলে জানানো হয়।
