ঢাকাThursday , 1 February 2018
আজকের সর্বশেষ সবখবর

৪০ টাকার নিচে চালের দাম বাস্তব সম্মত নয় : বাণিজ্যমন্ত্রী

editor
February 1, 2018 11:45 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কেজি প্রতি মোটা চালের দাম ৪০ টাকার নিচে আসা বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চা প্রদর্শনী-২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
দেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে, এতে কি আমরা খাদ্য ঘাটতির দেশে চলে গেছি- জানতে চাইলে তোফায়েল বলেন, আমরা এখনও খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব। কারণ বন্যার পর এ বছরে যে ফসল আসবে তাতে আমরা উদ্বৃত্তের দেশ হিসেবে থাকব। ভোলায় চাহিদার চেয়ে চার লাখ টন বেশি ধান উৎপাদন হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী মোটা চালের কেজি প্রতি বিক্রয়মূল্য ৪৩-৪৫ টাকা বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বর্তমানে চালের বাজারকে স্বাভাবিক মনে করছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের কৃষকের দিকও খেয়াল রাখতে হবে। চালের দাম যখন কম ছিল সাংবাদিকরা লিখেছেন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কৃষককে গুরুত্ব দিতে হবে। কৃষক চাল উৎপাদন আগ্রহ হারিয়ে ফেললে আমরা তো ক্ষতিগ্রস্ত হব।
মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মতামত ৪০ টাকার নিচে কখনও চালের দাম আসবে না। এটা (দাম ৪০ টাকার নিচে হওয়া) বাস্তব সম্মতও না। সুতরাং চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে। এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসুসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।