রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

কুড়িগ্রাম শহরে পাগলা কুকুরের আতংক, আহত শতাধিক

editor
মে ২৯, ২০১৮ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরে পাগলা কুকুরের আতংক,আহত শতাধিক। কুড়িগ্রাম পৌরসভা, পৌরবাজার, দাদামোড়, খলিলগঞ্চ, এলজিইডিমোড়, মাঠের পাড়, রাজারহাট এলাকায় কুকুর আতংক বিরাজ করছে। বিনা উস্কানীতে কামড়াচ্ছে পাগলা কুকুর। রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধরাও।গত তিনদিনে শতাধিক রোগী পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এরমধ্যে একজন রোগীকে ভর্তি করা হলেও বাকীরা ভ্যাকসিন নিয়ে চলে গেছে বলে জানা যায়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আমিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গত সপ্তাহে ১ হাজার ভেকসিন সরবরাহ থাকায় আক্রান্তদের সেবা দিতে কোন সমস্যা হচ্ছে না।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।