সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

গুম-অপহরণ ব্রিটিশ আমল থেকেই চলছে: আইজিপি

editor
নভেম্বর ১০, ২০১৭ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ‘নিখোঁজ, গুম, অপহরণ বিষয়গুলো আজকের নয়। ব্রিটিশ আমল থেকেই এসব চলছে। এর জন্য পেনাল কোড তৈরি হয়েছে। আজ যেসব গুম, নিখোঁজের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। আমরা এর জন্য তৎপর রয়েছি। এ ধরনের ঘটনায় আমরা ৭৫ ভাগই সফলতা পাই, ২৫ ভাগ পাওয়া যায় না। তবে সেই ২৫ ভাগ পাওয়ার ক্ষেত্রেও আমরা সবসময় তৎপর থাকি।’
শুক্রবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে নবনির্মিত ফটক উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
সাংবাদিক উৎপল দাস, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান ও প্রকাশনা ব্যবসায়ী তানভীর ইয়াসিন নিখোঁজ কিংবা অপহরণ সম্পর্কে আইজিপি বলেন, ‘এসব ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে আমরা অবশ্যই সাফল্য পাবো।’
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে তিনি বলেন, ‘অতীতের চাইতে বর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আইন-শৃঙ্খলা ভালো বলেই কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও খেলাধুলার পরিবেশ ভালো ছিল। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত আইজিপি এ কে এম শহীদুল হক দুই দিনের সফরে এখন চাঁদপুর আছেন। সফরের প্রথম দিনে জেলা পুলিশ লাইন্সে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, পুলিশ লাইন্সে নবনির্মিত ফটকের উদ্বোধন করেছেন। শনিবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ, দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্ধোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial