ক্রীড়া প্রতিবেদক : দেশের জাতীয় খেলা কাবাডি, প্রিমিয়ার কাবাডি লিগের জমকালো উদ্বোধন হয়েছে। কাবাডিতে বিদেশী কোচ আনলে তার খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাবাডি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কাবাডি ফেডারেশনের সভাপতি এ.কে.এম. শহিদুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক, চলচ্চিত্র তারকা মিশা সওদাগর, নায়িকা নিপুনসহ অনেকেই উপস্থিতি ছিলেন। জমকালো উদ্বোধনীর সন্ধ্যায় মনোজ্ঞ ডিসপ্লে, সঙ্গীত দর্শক উপভোগ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।