ক্রীড়া প্রতিবেদেক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনালের বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উঠেছে রেডিও টুডে ও জিটিভি। আজকের প্রথম সেমিফাইনালে রেডিও টুডে ২৫-১৮ ও ২৫-১৭ পয়েন্টে নয়াদিগন্তকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। ম্যাচসেরা হয়েছেন রেডিও টুডের অতিথি খেলোয়াড় মাকসুদ-উন-নবী। দ্বিতীয় ম্যাচে জিটিভি ২৫-২০ ও ২৫-১৮ পয়েন্টে বিডিনিউজ২৪ ডটকমকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় মেহ্দী আজাদ মাসুম। সেমিফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা (১৮ নভেম্বর) শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।