নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিআইপি-২০১৪ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘দাবি-দাওয়া করে যদি আদায় করা না যায় সে দল টিকে না
আজ বিএনপি সমাবেশ করেছে। সমাবেশে খালেদা জিয়া আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চেয়ে বলেন, হাসিনার অধীনে (শেখ হাসিনা) নির্বাচন হবে না’।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছর হলো নির্বাচনের বছর। বর্তমান সরকারের অধীনে অথাৎ অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে এ নির্বাচন হবে। এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমি মনে করি।’
বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি (রফতানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী ২০১৪ সালের জন্য ১৬৪ ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।