শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ, ১৪৩১

বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা শুরু

editor
নভেম্বর ২০, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বেঙ্গল প্লাষ্টিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৭ এর শুভ উদ্বোধন রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আলী আকরাম, এ.জি.এম. (অপারেশন), বেঙ্গল পলিমার ওয়ারস লি: জনাব মো: মোস্তফা খায়ের, ডি.এম.ডি, ফার্ষ্ট সিজিউরিটি ইসলামী ব্যাংক লি: এবং জনাব এস এম মান্নান (কচি), ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ, অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর জনাব এ এস এম হায়দার সহ বিটিএফ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২৪ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, হংকং, ভারত, কোরিয়া, ফিলিপাইনস, আমেরিকা ও শ্রীলংকা হতে ২২ জন বালক ও ১৫ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।