কুড়িগ্রাম প্রতিনিধিঃ রৌমারীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ও রৌমারী শিক্ষক পরিষদের উদ্যোগে যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন- রৌমারী উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সামাদ খান, রৌমারী শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এরশাদুল ইসলাম, রৌমারী কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।