ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে দু’টি করে টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। লংকানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৩১ জানুয়ারি। প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
প্রথম টেস্ট শেষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ৮ ফেব্রুয়ারি। এই টেস্টটি হবে ঢাকায়।
টেস্ট সিরিজ শেষে দু’টি টি ২০ ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলংকা। ঢাকায় প্রথম টি-২০ ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।