নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘মধুচন্দ্রিমায়’ ব্যাঘাত দেখা দিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বোঝা যাচ্ছে না; এই মধুচন্দ্রিমায় হঠাৎ করে ব্যাঘাত ঘটলো কেন?’
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘একেবারে প্রতিমুহূর্তে সরকারের পক্ষে গুণগান গাওয়া আর বিএনপি চেয়ারপারসনকে গালাগাল করা, এটা দেশের মানুষের অজানা নয়। বিএনপির বিরুদ্ধে কথায় কথায় মন্তব্য ও গালাগাল করা তার একমাত্র মন্ত্রিত্ব টিকে রাখার গ্যারান্টি ছিল; কিন্তু হঠাৎ করে সরকারের বিরুদ্ধে কেন এই বিষোদাগার, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই মধুচন্দ্রিমার ব্যাঘাতের বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে পারবেন। তাকে প্রশ্ন করলে হয়তো জানা যাবে।’
বুধবার কুষ্টিয়ায় এক সমাবেশে আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাসদ সভাপতি ইনু বলেন, তারা সংখ্যায় বিপুল না হলেও তাদের ছাড়া ‘হাজার বছরেও’ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।