নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে রোববার বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্ল্যাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ একজন জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেনটও করা হয়েছে। আগামী ১০-১২ জুনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল হৃদরোগের চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।