আজকের প্রভাত প্রতিবেদক : রাজধানীতে বসছে ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৪ ডিসেম্বর তিনদিনের ল্যাপটপ মেলার উদ্বোধন করা হবে, শেষ হবে ১৬ ডিসেম্বর।
ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ মেলা। এবারও মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে সব ধরনের পণ্যেই থাকবে বিশেষ ছাড় ও উপহার। এবারের মেলায় থাকছে একটি মেগা প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪ মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল। পৃষ্ঠপোষকতা করছে শীর্ষস্থানীয় ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।
পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রযুক্তিবিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম, পিপলস রেডিও ও প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার।