ঢাকাTuesday , 5 March 2024
আজকের সর্বশেষ সবখবর

এক ঘণ্টা পর ফিরলো ফেসবুক

editor
March 5, 2024 11:43 pm
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: বিভ্রাট কাটিয়ে এক ঘণ্টা পর ফিরলো মেটার জনপ্রিয় ৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় এ তিন মাধ্যমে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা।
তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো ধীরগতি বলে জানিয়েছেন ঢাকার অনেক ব্যবহারকারী।
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।
বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছিলেন।
পরে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল মেটার নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়েছিল। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়ে মঙ্গলবার।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial