ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলে আওয়ামীলীগের নেতৃত্বস্থানীয়রা বঙ্গবন্ধুর আদর্শকে কলুষিত করছে

editor
মার্চ ৩১, ২০২০ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

এসএম খুররম আজাদঃ পরম অস্তিত্বের নীতিগত প্রজ্ঞার অর্পিত প্রত্যার্পিত এক উৎকর্ষতার বার্তা গ্রহণ সমেত লাখো বাঙ্গালীর রক্তে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব অর্জনের অগ্রদূত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শকে তৃণমূলে আওয়ামীলীগের নেতৃত্বস্থানীয়রা কলুষিত করছে বলে জানিয়েছেন অন্তরালের গুণীরা। তৃণমূল নেতৃত্বস্থানীয় আওয়ামীলীগ দাবিদারে থাকা, অপতৎপর কর্মকান্ডের মধ্যে দিয়ে এলাকার সম্মানিত ব্যক্তি তথা সাধারণ মানুষকে, নানা রকম বিভ্রম সমেত রোষানলে ফেলে আসার কারণে মিলন ও তার সহযোগিদের বিরুদ্ধ পুঠিয়ার পাড় গ্রামবাসী কর্তৃক অভিযোগ উঠেছে। তথ্যানুসন্ধান মহলের অনুসন্ধিৎসু তথ্য উপাত্তে উঠিয়ে আনা হয়, আব্দুল মান্নান মিলন নানা রকম অপরাধে লিপ্ত থেকে এদেশ তথা নিজ গ্রামের সাধারণ মানুষগুলোকে ঠকিয়ে দুর্নীতিগ্রস্ততার মধ্যে দিয়ে অনেক টাকার মালিক বনে যান ! জানা যায়, আব্দুল মান্নান মিলন একেক সময় একেক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে নিজের অপকর্ম ও কালো টাকা শুদ্ধি তথা সাদা করার জন্য আওয়ামীলীগের নাম ভাঙ্গাচ্ছে বলে খবর পাওয়া গেছে। গত ২৯ মার্চ জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন দুই (২) নং ওয়ার্ড পুঠিয়ারপাড় মোড় এবং বিশ (২০) নং পুঠিয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে টানানো ছবির প্যানা ছিঁড়ে ফেলার বিষয়টিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি তথা ধূম্রজালে পতিত হয়েছে এলাকাবাসী। স্বার্থান্বেষী মননশীলতা, পারিবারিক, আক্রোশ ও বৈরী রাজনৈতিক ভীত তৈরী করার হেতু, এমন তথ্য উপাত্তের সৃষ্টি করেছে। পুঠিয়ার পাড় গ্রামটির সাধারণ, দরিদ্র গরীব মানুষগুলো মিলন ও হাফিজুর তান্ডবের আতংকে চরম হতাশগ্রস্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে । এলাকায় রূঢ় কাজে লিপ্ত থাকা দু-চারজন মতিভ্রম ব্যক্তিত্ব মিলনের অনুসারী, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর প্যানা ছিঁড়ে ফেলার বিষয়টি নিয়ে মিলন ও তার সহযোগিরা এলাকার কিছু বৈরী লোকজনের সাথে অপ-সমন্বয় প্রক্রিয়াকরণে বিশৃঙ্খলা সমেত এলাকার সাধারণ মানুষগুলোকে আওয়ামীলীগের বিপরীতে থাকা দল বলে ফাঁসানোর জাল বুনছে। দুই নং পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান মিলনের বিষয়ে নাম না বলার শর্তে একজন প্রবীণ ব্যক্তি বলেন, উনি কবে কিভাবে আওয়ামীলীগে যোগদান করেছে, তা আমার বোধগম্য নয়, তবে আমি নিরপেক্ষতা থেকে বলছি উনার সাথে (মিলন) এই গ্রামের প্রবীণ কোন আওয়ামীলীগারের সাথে ভালো সম্পর্ক নেই। উনি সবসময় বলেন, উনার সাথে দু-চারজন ছাড়া আর সকলে ভিন্নমত পোষণে স্থপতির আদর্শের বাহিরে রয়েছে। আমার যতটুকু মনে হয় এটা কোন রাজনৈতিক বিষয় নয়, দলমত নির্বিশেষে এদেশটির (বাংলাদেশ) স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে যারা অস্বীকার করে, তারা জ্ঞানহীন অথর্ব ব্যক্তির ন্যায়। অতঃপর তারা সমুদ্রের অতল গভিরে হারিয়ে যাওয়ার সামিল। পুঠিয়ার পাড় বিশ (২০) নং প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোরের দিকেও প্যানাগুলো ঠিকঠাক দেখেছি। কিন্তু সকাল ১০ টার দিকে দেখতে পাই প্যানাগুলো কে বা কারা ছিঁড়ে ফেলেছে। তাই যারা এমন অপকর্মে লিপ্ত তাদের প্রতি ধিক্কার সমেত তীব্র নিন্দা জানাই। অতঃপর তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে উপযুক্ত শাস্তির আশাবাদ ব্যক্ত করছি।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial