ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: কৃষিমন্ত্রী

editor
অক্টোবর ৩০, ২০১৯ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেঁয়াজ উৎপাদন বেশি হলে কৃষক দাম পায় না। এ বছর পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছিল। আবার বৃষ্টিতেও এ বছর পেঁয়াজ বেশি নষ্ট হয়েছে। এমন সময় ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। তবে আমাদেরও ভুল হয়েছে, আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিশস্য সাতটি ও খরিপ-১ এর আওতায় দুটি শস্য মোট ৯টি শস্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রণোদনা দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদানে গুরুত্ব বাড়াতে হবে। পেঁয়াজ মাঠ থেকে ওঠানোর সময় আমদানি বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে। যাতে কৃষক ভালো দাম পায়।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯টি শস্য উৎপাদান বাড়ানোর লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ৬ লাখ ৮৬ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৮০ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৮০০ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। এই প্রণোদনাবাবদ কৃষকদের বীজ, সার ও পরিবহন খরচে নগদ টাকা দেওয়া হবে।’
যে ৯টি শস্যবাবদ প্রণোদনা দেওয়া হবে তার মধ্যে সাতটি রবি শস্য হলো-গম, ভুট্টা, শরিষা, চিনাবাদাম, শীতকালীন মুগ ডাল, পেঁয়াজ ও সূর্যমুখী।
খরিপ-১ এর আওতায় দুটি শস্য হলো- গ্রীষ্মকালীন মুগডাল, ও গ্রীষ্মকালীন তিল।
কৃষিমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচি বাস্তবায়িত হলে ৬ লাখ ৮৬ হাজার ৭০০ বিঘা জমিতে যে ৯টি ফসল উৎপাদন হবে তার মাধ্যমে ৮৪০ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা আয় হবে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চলে কার্ডাধারী জনগোষ্ঠীকে চাল দেওয়া হয় বছরে পাঁচ মাস। এখন এটাকে আরও দুই মাস বাড়িয়ে সাত মাসের পরিকল্পনা করা হচ্ছে। এই কর্মসূচিতে নতুন করে য্ক্তু হবে গ্রাম পুলিশ ও চৌকিদার।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার আগামীতে কৃষকের কাছ থেকে চালের পরিবর্তে বেশি করে ধান কিনবে। যেহেতু সরকারের কাছে পর্যাপ্ত গুদাম নেই, সেহেতু এই ধান কেনার সঙ্গে মিলারদের সংযুক্ত করা হবে। মিলারদের গুদামে এই ধান সংরক্ষণ করা হবে। তারা এই ধান থেকে চাল বানিয়ে সরবকারের গুদামে রাখবে। তাদের যে সুযোগ-সুবিধা দেওয়া হবে তার জন্য আগামীকাল বৃহস্পতিবারে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হবে।’

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial