ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি

editor
এপ্রিল ২২, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: প্রশাসনে ১২৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচকে নিয়মিত ব্যাচ হিসাবে বিবেচনা করা হয়েছে। এছাড়া ইতঃপূর্বে পদোন্নতিতে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কিছু কর্মকর্তা রয়েছেন। দীর্ঘদিন পর অতিরিক্ত সচিব পদে এ পদোন্নতি দেওয়া হলো। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। সর্বশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত। পদোন্নতির ফলে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪১৫ জনে। তবে সরকারের অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ২১২টি।
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পরিকল্পনা বিভাগের যুগ্মপ্রধান আলেয়া আক্তার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন, বাংলাদেশ ফলিত পুষ্টি, গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক মো. খোরশেদ আলম এনডিডি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক সরদার মো. কেরামত আলী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব এ কে এম সোহেল, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান, বিয়ামের পরিচালক মো. আবদুল মালেক, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক মো. গোলাম কবীর, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক মো. ফজলুল হক এনডিসি, আইএমইডির মহাপরিচালক রাব্বী মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রউফ এনডিসি, বেজার মহাব্যবস্থাপক ড. মো. মাছুমুর রহমান, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত আবু হেনা মোস্তফা জামান, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর মো. ইমরুল মহসিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ আবদুস সালাম খান ও ড. রণজিৎ কুমার সরকার, বিপিএটিসির এমডিএস মো. মনিরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. হুমায়ুন কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মনোয়ারা ইশরাত, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মিনারা মাহরুখ, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ফয়েজ আহাম্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব নাফিউল হাসান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. এরশাদুল হক, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সদস্য মো. আবুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিয়াউল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ নওয়ারা জাহান, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান ফারাহ শাম্মী এনডিসি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস মো. আব্দুর রাজ্জাক, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এএনএম বজলুর রশীদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক বদরুন নাহার এনডিসি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব এসএম জাকারিয়া হক, সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. জিয়াউল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব গৌতম চন্দ্র পাল, অর্থ বিভাগের যুগ্মসচিব হোমায়রা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. হাসান মারুফ, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো. মোখলেছুর রহমান এনডিসি, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খালেদ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. জাহিদুল ইসলাম ভূঞা, সিএমএসডির পরিচালক মোহাম্মদ হাসান আরিফ, অর্থ বিভাগের যুগ্মসচিব হাসান খালেদ ফয়সাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানা সারমিন, জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের পরিচালক ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, অর্থ বিভাগের যুগ্মসচিব নাসিমা পারভীন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বেনজামিন রিয়াজী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. এমদাদুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব তন্ময় দাস, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তন্ময় দাস, অর্থ বিভাগের যুগ্মসচিব ড. জিয়াউল আবেদীন, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব ড. মো. আয়াতুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ফেরদৌস রওশনা আরা, অর্থ বিভাগের যুগ্মসচিব রহিমান বেগম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আরিফ, জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের পরিচালক মো. সবুর হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, পানি সম্পদক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল লতিফ মোল্লা, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইমতিয়াজ হোসেন, সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাফরিজা শ্যামা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য মো. সেলিম ফকির এনডিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএনএম মঈনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব সেখ আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মো. জিয়াউদ্দীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব আয়েশা আক্তার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাঈদ কুতুব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. হামিদুল হক, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, বিয়ামের পরিচালক মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব ইশরাত জাহান, ডেসকোর নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনিশ চাকমা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব নূর আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলিফ রুদাবা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. হুমায়ুন কবীর, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক মো. ফরহাদ সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. মাহবুবের রহমান, গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসার এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল হাসান, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান মোহাম্মদ আনোয়ার উদ্দিন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত কার্যনির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহ, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান মহাঃ এনামূল হক, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক মো. হুজুর আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব ফয়সাল আহমেদ, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান নিখিল কুমার দাস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ড. মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত যুগ্মসচিব এএইচএম কামরুজ্জামান, ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এর জন্য বিনিয়োগ-এর প্রকল্প পরিচালক এস এম আরশাদ ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. আতাউর রহমান খান এনডিসি, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার সদস্য মো. মাহমুদ আলী, আইএমইডির মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ, সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব নাঈমা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নীলুফা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আল আমিন সরকার, অর্থ বিভাগের যুগ্মসচিব মুন্সী আবদুল আহাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আবুল হোসেন ও ড. গোলাম মো. ফারুক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক শাহ আবদুল আলীম খান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মো. ওয়াদুদ হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. শাহ আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মেহেদী হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. কাউসার আহম্মেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন, ইলেক্ট্রিক এডভাইজার এন্ড চীফ ইলেট্রিক ইনেসপেক্টর আবুল খায়ের মো. আক্কাস আলী, সেতু বিভাগের যুগ্মসচিব রশিদুল হাসান, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমমান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এটিএম সাইফুল ইসলাম এবং আইএমইডির মহাপরিচালক মুহাম্মদ আব্দুল হান্নান।

 

 

 

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial