ঢাকাWednesday , 14 February 2018
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুতি চলছে যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের

editor
February 14, 2018 9:50 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। প্রথমবারের মতো প্রবর্তিত বাংলাদেশ যুব গেমসের জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে দেয়ায় চূড়ান্ত পর্বকে আকর্ষনীয় করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। স্টিয়ারিং কমিটির ৬ষ্ঠ সভায় চূড়ান্ত পর্বের জন্য ২০টি ডিসিপ্লিন এবং ভেন্যু নির্ধারিত হয়ে গেছে। অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সভায় চূড়ান্ত হবে। বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব উদ্বোধন করতে সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবম পদাতিক ডিভিশনের পরিকল্পনায় আগামী ৯ মার্চ ৯০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত ইতোমধ্যে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটিকে অবহিত করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। বেজে উঠবে গেমসের থিম সং, মাস্কট তেজস্বী হবে উম্মেচিত। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে লেজার শো, আতশবাজি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টেডিয়ামের ২টি স্থায়ী জায়ান্ট স্ত্রীন এবং অস্থায়ীভাবে ৬টি এলইডি বোর্ডে ভেসে উঠবে বাংলাদেশ যুব গেমসের জেলাও বিভাগীয় পর্যায়ের উপর হাইলাইটস ভেসে উঠবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, উনসত্তরের গন অভ্যুন্থান, ঐতিহাসিক ৭ ই মার্চে বঙ্গবন্ধুর ভাষন, মহান মুক্তিযুদ্ধ ফুটিয়ে তুলবে পারফরমাররা। অংশগ্রহনকারী বিভাগীয় ক্রীড়া দলসমূহ অংশ নিবে মার্চ পাস্টে। বাংলাদেশ যুব গেমসের নির্ধারিত ২০ টি ডিসিপ্লিনে না থাকায় আগামী ১৫ ফেব্রুয়ারি গেমসের সমাপনী দিনে হাতিরঝিলে রোইং প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে স্টিয়ারিং কমিটির সভা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সভাপতি এবং সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের সর্বশেষ অগ্রগতি জানানো হয়। সভা শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন বিওএ সভাপতি এবং স্টিয়ারিং কমিটির কমকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামের সাজ সজ্জার এবং গেমসের ব্রান্ডিংয়ের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপ ফুটবল প্লে অফ ‘ই’ গ্রুপে ঢাকা আবাহনী বনাম মালদ্বীপের নিউ রেডিয়েন্টের মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ স্থাপন এবং মঞ্চ সজ্জায় বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে নিবে বিওএ। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জরুরি ভিত্তিক সংস্কার করার প্রস্তাব দেয়া হয়েছে বিওএ’র পক্ষ থেকে। সাধারন গ্যালারিতে স্থায়ীভাবে বসানো চেয়ারগুলোর অধিকাংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় তা সরিয়ে নুতন চেয়ার স্থাপন সহ ভিআইপি গ্যালারিতে অনপুযুক্ত চেয়ার দ্রুত মেরামতের প্রস্তাব উঠেছে মঙ্গলবার বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটির সভায়। তবে সীমিত সময়ের মধ্যে রাত-দিন কাজ করে আমন্ত্রিত অতিথিদের জন্য ভিআইপি গ্যালারির ক্ষতিগ্রস্ত চেয়ারগুলো মেরামতের আশ্বাস দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনাও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial