ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারীতে ঢাকায় নতুন ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্স

editor
জানুয়ারি ৩, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় আগামী ৯-১৪ ফেব্রুয়ারী ২০১৮ তারিখ পর্যন্ত ঢাকায় নতুন ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্স-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত রেফারী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনে আগ্রহী প্রার্থীদের মতিঝিলস্থ বাফুফে ভবন / সংশ্লিষ্ট জেলা ফুটবল এসোসিয়েশন হতে নির্ধারিত ফরম (সংযুক্তি) সংগ্রহ পূর্বক পূরন করে আগামী ১ ফেব্রুয়ারী ২০১৮ তারিখের মধ্যে চেয়ারম্যান, রেফারীজ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মতিঝিল সচিবালয় বরাবর আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।
আবেদনকারীদের শুধুমাত্র আবাসন ব্যবস্থার সহায়তা প্রদান করা হবে এছাড়া কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
এ বিষয়ে প্রয়োজনবোধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব সিএমএস মোঃ শহিদুল ইসলাম লিমন (মোবাইলঃ ০১৭০৯ ৬৬০৫১৪, ই-মেইল – ( referee.bff@gmail.com or limon.bff@gmail.com) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য :
১। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (ছাত্র/ছাত্রীদের বেলায় শিথিল যোগ্য)।
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে (যদি থাকে)।
৩। রেজিষ্টেশন ফি বাবদ ১০০০/- (একহাজার) টাকা প্রদান করতে হবে।
৪। বয়স সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর।
৫। উচ্চতা- কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
৬। ২ কপি পাসপোর্ট ছবি।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial