ঢাকারবিবার , ২১ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ

editor
জানুয়ারি ২১, ২০১৮ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় বারের মতো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি হলেন দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন। আর দ্য ডেইলি নিউ এজের সুদীপ্ত আহমদ আনন্দ হয়েছেন সাধারণ সম্পাদক। আগের কিমিটির অর্থ সম্পাদক ছিলেন তিনি। উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএসপিএ-এর কার্যনির্বাহী কমিটির ১৯ পদের মধ্যে দু’ জন সহ সভাপতি ছাড়া সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন পরাগ আরমান ও শেখ সাইফুর রহমান। নির্বাচন পরিচালনা করেন বিমান ভট্টাচার্য (প্রধান নির্বাচন কমিশনার), মোফাখখারুল ইসলাম দিলখোশ, মোস্তাক আহমেদ ও ইয়াহিয়া মুন্না (নির্বাচন কমিশনার)।
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান। আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক সামন হোসেন। সংশোধন সাপেক্ষে যা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ সদস্যরা। বিএসপিএ-এর পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি: মোস্তফা মামুন
সহ সভাপতি : পরাগ আরমান ও শেখ সাইফুর রহমান
সাধারণ সম্পাদক : সুদীপ্ত আহমদ আনন্দ
যুগ্ম সম্পাদক : আশরাফ হোসেন মিথুন ও সামন হোসেন
অর্থ সম্পাদক : রাহেনুর ইসলাম
সাংগঠনিক সম্পাদক : কবিরুল ইসলাম
দপ্তর সম্পাদক : জিয়াউদ্দিন সাইমুম
সদস্য: ইকরামউজ্জমান, খায়রুল ইসলাম শাহীন, আমিনুল হক মল্লিক, সাহাবউদ্দিন সাহাব, কাজী শহীদুল আলম, তালহা বিন নজরুল, রাকীবুর রহমান, রাশিদা আফজালুন্নেছা, রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব সরকার।
বিএসপিএর নব নির্বাচিত কমিটির সব সদস্যকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial