ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় আসা যায় না: রেলমন্ত্রী

editor
জানুয়ারি ২০, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত রিপোর্ট: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় যাওয়া যায় না। যারা আগুন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা তো তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসী, তারা মানুষ নয়। যারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতিকে কুলষিত করছে, সেই সঙ্গে জাতীয় সম্পদ নষ্ট করছে; জনগণ এটা কোনোভাবেই সমর্থন করবে না। এ ধরনের কার্যক্রম চালাতে থাকলে তারা কোনোদিন রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না।’
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এ কথা বলেন।
এসময় রেলমন্ত্রী জানান, শিগগিরই ভাঙ্গা-যশোর রেলপথ চালু হবে। রাজবাড়ী রুটের দুইটি ট্রেন কমে যাবে, আর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন তখন ওই রুট দিয়ে যাবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজবাড়ীর রুটে নতুন ট্রেন দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো।
রেলওয়ের ডিভিশন অফিস রাজবাড়ীতে করার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা হবে কিনা, আমি এখনই বলতে পারবো না। আমি চেষ্টা করবো রাজবাড়ীতে ডিভিশন অফিস করার জন্য।
রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়া সব রেলপথ আবার চালু হচ্ছে। প্রত্যেকটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে। রেল তার হারনো ঐতিহ্য ফিরে পাবে।’
রাজবাড়ীতে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমি আজ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলেছেন, রেলের শুধু জমিই নয় কোয়ার্টারগুলো বেদখল হয়ে আছে। এই বেদখল হওয়া জমি ও কোয়ার্টার উদ্ধারের জন্য জোড়ালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মÐলসহ জেলার বিভিন্ন দফতরের প্রধানরা।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial