ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা সত্যিই হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিক থাকছে কিনা নজরদারি করুন: প্রধানমন্ত্রী

editor
নভেম্বর ১৭, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গ্রামীণ রাস্তা ও অবকাঠামো নিয়ে অনেক কাজ করছি। সরকারি অর্থ ব্যয়ে সারা দেশে যেসব রাস্তা, সেতু ও কালভার্ট তৈরি করা হচ্ছে। কাজগুলো সত্যিকার হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিক থাকছে কিনা- সেটি নজরদারি করতে হবে। ভালো করে ফলো করতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী সারা দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে একটি মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট একটি প্রকল্প নিয়ে আলোচনাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে সরকারপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের যুক্ত হন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, কোন রাস্তা, কত রাস্তা, কোথায় করা হবে- সে বিষয়ে একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণ মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামো নির্মাণে কাজ করলেও মাননীয় প্রধানমন্ত্রী মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই নির্দেশনা দিয়েছেন।
সচিব বলেন, ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা’ শীর্ষক প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়ে প্রকল্পটি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার সময় প্রধানমন্ত্রী অনেক বিষয়ে কথা বলেছেন। তবে গুরুত্ব দিয়ে বলেছেন, আমরা গ্রামীণ রাস্তা ও অবকাঠামো নিয়ে অনেক কাজ করছি। কাজগুলো সত্যিকার হচ্ছে কিনা, কোয়ালিটি কাজ হচ্ছে কিনা- সেটা ভালো করে ফলো করতে হবে।
পরিকল্পনা সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- রাস্তাগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করা হয়, তার কোয়ালিটি যেন ঠিক থাকে। রাস্তায় যেন পানি না জমে, কারণ রাস্তায় পানি জমলে রাস্তা নষ্ট হয় যায়। সেটা ভালোভাবে দেখতে হবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial