ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বে দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে এসেছে: তথ্যমন্ত্রী

editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ উন্নত হয়েছে। শিকলবন্দি গণতন্ত্র থেকে মুক্ত হয়ে দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে এসেছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘নারী ক্ষমতায়নে শেখ হাসিনা : বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (এমডিপি) এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমিন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। প্রতিটি সেক্টর নারীরা অলংকৃত করেছেন, সম্মানের সঙ্গে কাজ করছেন।’
নারী নির্যাতন-গণধর্ষণ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি করছেন অভিযোগ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণির রাজনৈতিক নেতারা রাজনীতি করতে চাচ্ছেন। এমসি কলেজের ঘটনা মির্জা ফখরুল (বিএনপির মহাসচিব) ভিন্নখাতে নিয়ে রাজনীতি করছেন। আমরা বলতে চাই, নারী নির্যাতনকারী, দুষ্কৃতিকারীর কোনো দল নেই, এদের সামাজিকভাবে বয়কট করা উচিত। এতে অপরাধ কমে আসবে।’
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে প্রতিবন্ধী নারীকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল। শত শত নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল। বিএনপি এসব ঘটনার কোনো বিচার করেনি। এর পরিবর্তে তারা দলের হয়ে বাহবা দিয়েছিল। কিন্তু আমরা প্রতিটি ঘটনায় আগে দল থেকে বহিষ্কার করেছি, পরে তার উপযুক্ত শাস্তি হয়েছে। এমসি কলেজের ঘটনাতেও অপরাধী যেই হোক তাদের শাস্তি পেতে হবে।’
সভাপতির বক্তৃতায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘শুন্য থেকে পথচলা শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের একজন নেতা না, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তার সাহসিকতা দেখে নারীরা পথচলার প্রেরণা পায়, বুকে সাহস বাঁধে। শেখ হাসিনার অদম্য ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে আজ লাখ লাখ নারী পথ চলছেন। নারী-পুরুষ মিলেই সমাজকে এগিয়ে নিচ্ছেন।’
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ডিপ্লোমেটিক করসপন্ডেনটস অ্যাসোসিয়েশনের (ডিক্যাব) সভাপতি আঙ্গুর নাহার মন্টি। আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) জুয়েনা আজিজ, নিউজ২৪ টিভি চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী প্রমুখ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial