ঢাকাMonday , 9 December 2019
আজকের সর্বশেষ সবখবর

সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে: মির্জা ফখরুল

editor
December 9, 2019 12:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। শুধু আর্থিক খাতে নয়, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতিগুলোর অন্যতম। আমাদের দেশে এখন সব ধরনের দুর্নীতি শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাতে যান।
শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যারা বড় বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি এই কথাটা বলতে চাই, সারা বিশ্বে দুর্নীতি দমনের সঙ্গে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হয়ে উঠেছে, তার বিরুদ্ধেও জনগণের প্রতিরোধ দরকার, জনগণকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।
১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশের শুনানির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগে দেখি কী হয়। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত।
বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের এই কথাগুলো বলা ছাড়া কোনও উপায় নেই। কারণ জনগণের কাছে তাদের কোনও জায়গা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনও ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। তাই এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবে না।’
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম প্রমুখ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial