ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুৎ লাইনম্যানরা মনগড়া আইনী প্রক্রিয়াকরণে গ্রাহকদের দুর্ভোগে ফেলছে

editor
জানুয়ারি ২০, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

এস,এম খুররম আজাদ, জামালপুর (সরিষাবাড়ী) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে তারাকান্দিসহ ৪টি ইউনিয়নের বিদ্যুৎ সর্বরাহী জোন এর লাইন ম্যানরা ও দায়িত্বে থাকা কর্তৃপক্ষ তাঁদের মনগড়া আইনি প্রক্রিয়া করণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সমেত নানা অনিয়মে থাকা তারাকান্দি পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্র কর্তৃক সাধারণ গ্রাহকদের চরম জনদুর্ভোগে ফেলছে বলে অভিযোগ উঠেছে ৷ জানাযায় সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি নামক স্থানটির কান্দার পাড়া গ্রামের পল্লীবিদ্যুৎ গ্রাহক হিসাব নং ৪৪৫/২৭৬৩ গ্রাহকটির বিদ্যুৎ সংযোগটি লাইন ম্যানরা নিজেদের স্বার্থ হাসিল করতে মনগড়া আইনি প্রক্রিয়াকরণে বিচ্ছিন্ন করা হয় ৷ এবিষয়ে বিদ্যৎ সার্ভিস লাইন ও মিটারের সত্তাধিকারী গ্রাহকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রতিমাসে বিদ্যুৎ বিল আসে দুই-আড়়াই শত টাকা ৷ যখন সর্বোচ্চ আট-নয়শত টাকা বিল হয় তখন তা আমি পরিশোধ করে থাকি। এ বিষয়টি তারাকান্দি পল্লীবিদ্যুৎ জোনের কর্তৃপক্ষ সহ সকলেই জানে ৷ যদিও বিলের কাগজে লেখা আছে প্রতিমাসে ছাব্বিশ তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে পরের মাসে পাঁচ তারিখের মধ্যে বিলম্ব মাসুল সহ তা পরিশোধ করতে হবে অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিনা নোটিশে কর্তন করার এখতিয়ার থাকে কর্তৃপক্ষের ৷ অথচ ছাব্বিশ তারিখের পূর্বেই আঠারো তারিখে সংযোগটি ব্যক্তিগত আক্রোশ মূলক ভাবে সার্ভিস লাইনটি কর্তন করা হয় অতঃপর পরবর্তি মাসে বেধে দেয়া পাঁচ( ৫) তারিখে বিলম্ব মাসুল সহ বিল দেয়ার সুযোগ থাকলে, সেখান থেকেও কেন যে,আমাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এ বিষয়ে আমি চরমভাবে বোধগম্যহীনতায় ভোগীতেছি ? এলাকার একজন প্রবীন ব্যক্তিত্ব এলাকার গোষ্ঠীগত ও পেশীশক্তীর দাপট দেখানো এম,পি ও ভূক্ত নয়, টেম্পোরারি পল্লি বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান দালালদের ভয়ে নাম না বলার শর্তে বলেন, এখানে আট-নয়শত টাকার কারণে বিদ্যুৎ সংযোগ কাটা হয় কিন্তু দশ হাজার পনেরো হাজার ও বিশ হাজার টাকা বকেয়া থাকা সংযোগ গুলো কর্তন করা হয়না এ এক পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের মহা প্রহসন বলে আমি মনে করছি ৷ এমন অপ্রত্যাশিত ও আইন বহির্ভূত বিদ্যুৎ সংযোগ কর্তনের বিষয়ে পল্লীবিদ্যুৎ তারাকান্দি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ডি, জি এম স্যারকে বলেন, আমি কিছু বলতে পারবোনা ৷ এইরকম সরকারি আনুগত্যে থাকা পল্লীবিদ্যুৎ এর কর্মকর্তা ও কর্মচারির তৃনমূলে দুর্নীতির বিষয়ে এক বিচারিক প্রক্রিয়া করণ প্রতিনিধি মহলের তরঙ্গনীতি গবেষণাগারের গবেষক মোঃ খোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শীক মতাদার্শে থাকা বাংলাদেশ আওয়ামীলীগ এর অভিভাবক প্রধান মন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় দুর্নীতি গ্রস্থতায় থাকা নেতা কর্মীদের সনাক্ত সমেত এদেশের সরকারি, বে-সরকারি উপজেলা তথা প্রান্তিক পর্যায়ে পল্লীবিদ্যুতের মত দুর্নীতিতে থাকা অন্যান্য সংস্থা গুলোর কর্মকর্তা ও কর্মচারিকে প্রধান মন্ত্রীর তৃণমূল তথ্যদাতা বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের তথ্যমতে নির্ভূল সনাক্তে বিচারের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছেন গুণীমহল ৷

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial