ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ বঙ্গবন্ধুর আদর্শ বিবর্জিতরা কর্তৃত্ববাদী

editor
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এসএম খুররম আজাদ: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ বিবর্জিতরাই কর্তৃত্ত্ববাদীর ভূমিকায় রয়েছে বলে জানিয়েছেন অন্তরালের গুণীরা। রাষ্ট্রীয় সরকারের তিনটি মিথের নীতিগত প্রজ্ঞার আইন, বিচার ও শাসনব্যবস্থাকে কর্তৃত্ত্ববাদীরা ব্যহত করে আসছে বলেও জানান তাঁরা। যারা বুঝেনা মানবতা তথা মানুষের সম-অধিকার সম্পর্কে। তারা গোষ্ঠী গত, পেষীশক্তি তথা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনকে বিলুপ্ত করে ও নিজেদের স্বার্থ হাসিলে অপতৎপরতায় ব্রতী হয় মূলতঃ তারাই কর্তৃত্ববাদীর ভূমিকায় রয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শে থাকা দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভশক্তির প্রয়োগে অপশক্তি দমনের তৎপর ভূমিকাকে কর্তৃত্ত্ববাদীরা বিভ্রম করে আসছে বলে সূক্ষ্ম অনুমানে উপনিত হয়েছে তরঙ্গনীতির গবেষণাগার। গত ০৬.০২.২০২০ ইং তারিখে দৈনিক আজকের প্রভাত পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর আদর্শে নেই সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ শিরোনামে প্রকাশিত সংবাদটি অত্র কলেজ সম্পর্কিত বিষয়ে চলমান বহু অনিয়ম সমেত দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি, ফরম ফিলাপ ও উপবৃত্তির চাওয়া পাওয়ার আহাজারির বিষয়াদী প্রকাশ হওয়ার পর আরো উগ্রতায় উদ্বেলিত হয় রমেশ চন্দ্র সূত্রধর এবং সকলের সম্মুখে আগ্রাসী ভূমীকায় প্রত্েযক শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির ফরম নিতে একহাজার টাকা চাঁদা নেয়ার বিষয়টি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রমানের তথ্য-উপাত্ত্ব উঠিয়ে আনার পরেও এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরদারীতে না আসায় এমন তথ্য উপাত্ত্বের সৃষ্টি করছে। জানাযায়, এম পি ও ভূক্ত নয় ও মাহমুদা সালাম মহিলা কলেজে হতে চাকুরিচ্যুত থেকেও কলেজটিতে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের আসনে উপবিষ্ঠ থাকা কথিত রমেশ চন্দ্র সূত্রধরের নির্দেশে অফিস সহকরী রত্না কর্তৃক উপবৃত্তির ওপর প্রত্েযক শিক্ষার্থীর কাছ থেকে একহাজার টাকা চাঁদা আদায়ের বিষয়টি প্রমান স্বরূপ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেও শিক্ষার্থীদের নাগরিক অধিকার নিশ্চিতকরণে রাষ্ট্রীয় সরকার তৎপর ভূমিকায় রয়েছে কীনা এ বিষয়ে বোধগম্য হীনতায় রয়েছে তথ্যানুসন্ধান মহল। কলেজটির শিক্ষার্থীদের উপবৃত্তির অন্তর্ভূক্তিকরণের ফরম নিতে একহাজার টাকা চাঁদা আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র সূত্রধরের কাছে জানতে চাইলে তিনি বলেন,” উপবৃত্তি নিতে শিক্ষার্থীদের কাছ থেকে এই চাঁদা প্রায় পনের বছর ধরে অত্র কলেজ কর্তৃপক্ষ নিয়ে আসছে, আমিও নিচ্ছি”। এমন তথ্য উপাত্ত্ব অনলাইন পোর্টাল দৈনিক জনগণের কন্ঠ সরিষাবাড়ী প্রতিনিধি কর্তৃক তাঁর সংবাদে উঠিয়ে আনার পর সরিষাবাড়ীর সাধারণ জনগনের দৃষ্টি গোচরে থাকলেও যথাযত কর্তৃপক্ষের এমন দূর্নীতির বিষয়ে হস্তক্ষেপ না থাকায় এলাকার সর্বসাধারণের মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে বলে জানাযায়। এ বিষয়ে আরও জানতে চাইলে মোঃ খোরশেদ আলম ( তরঙ্গ গবেষক ) বলেন, ” আসলে সকল শিক্ষাঙ্গনকে কর্তৃত্ত্ববাদীর ছত্রছায়া হতে বঙ্গবন্ধুর আদর্শে ফিরিয়ে আনা জরুরী। কেননা, শিক্ষাঙ্গনে কর্তৃত্ত্ববাদীর প্রভাব অর্থ আত্নসাতে ব্রতী হয় তথা শিক্ষার প্রকৃত অর্জনকে ভূ-লুন্ঠিত করে। সর্বপরী, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজকে কলুষমুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপের আশাবাদ ব্যক্ত করেন তিনি”।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial