ঢাকাSaturday , 11 November 2017
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দীতে উন্মুক্ত সমাবেশে বক্তৃতা দেবেন পোপ

editor
November 11, 2017 9:35 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর পরের দিন ১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক উন্মুক্ত সমাবেশে বক্তৃতা দেবেন তিনি। সমাবেশে পোপ বাংলাদেশের ১৬ জন যাজককে অভিষিক্ত করবেন। গত বৃহস্পতিবার ভ্যাটিকান রেডিও তাদের অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া ঢাকায় অবস্থানকালে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তিনি জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। বাংলাদেশে আসার আগে ২৭ নভেম্বর মিয়ানমারে যাবেন পোপ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial