রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১

কুড়িগ্রামে বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারি নিহত

editor
মে ২৭, ২০১৮ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারি নিহত। শনিবার (২৬ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভারতীয় সীমান্তঘেষা দক্ষিণ বাঁশজানী এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের জন্য পুলিশ গেলে মাদক চোরাকারবারিদের দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ চালালে ভুরুঙ্গামারী থানার এএসআই নাদের ও আইয়ুব নামে দুই পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে মাদক পাচার সিন্ডিকেট প্রধান ইব্রাহিম হোসেন (৩৭) ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাদক চোরাকারবারি সিন্ডিকেট প্রধান ইব্রাহিম ওই উপজেলার নাওডোর উত্তরপাড়া গ্রামের মৃত ইউসুফ ওরফে ইনসাফের ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সেখান থেকে ৫ কেজি গাজা, দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial