শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ, ১৪৩১

আরহান এগ্রোতে পুষ্পা-পাশা ভাই

Sumon Chowdhury
জুন ২৫, ২০২৩ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক: কোরবানি ঈদকে সামনে রেখে খামারিদের ব্যবসা এখন চাঙ্গা! প্রতি বছরই গরুর তারকাময় নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার রাজধানীর দিয়াবাড়িতে আরহান এগ্রো ফার্মে কোরবানীর পশুর নামকরণ করা হয় পুষ্পা, পাঠান, ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে। আরহান এগ্রো ফার্মে উন্নতমানের কোরবানির পশু পালন বিক্রি করা হচ্ছে।ক্রেতাদের আকৃষ্ট করতে মেসি, নেইমারসহ তারকাদের নামের পাশাপাশি, জজ সাহেব, লাল গোলাপীসহ বিভিন্ন নামকরণ করা হয় পশুগুলোর। গরুর এমন নামকরণের বিষয়ে আরহান এগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ খান অপু বলেন, আমরা যখন প্রথম পুষ্পাকে আমাদের ফার্মে আনা হয় ঠিক সেই সময় পুষ্পা সিনেমাটি মুক্তি পায়। পুষ্পার একটা জনপ্রিয় সংলাপ আছে-‘ঝুঁকে গা নেহি পুষ্পা’ এই সংলাপের কারণে গরুর নাম করণ করা হয়। গরুটির বিশাল আকৃতির শিং রয়েছে। এত বড় শিং নিয়ে সে যেন গর্বে দাড়ায় থাকে। এ কারণে এর নাম করণ করা হয়। এছাড়া একটি গরু রয়েছে ওর মেজাজ সবসময় কড়া থাকে। ওর সানমে গেলেই তেড়ে আসে। গরুটা সবসময় গম্ভির ভাব নিয়ে থাকে। যে কারণে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে নাম করণ করা হয়। ব্যাচেলর পয়েন্টে পাশা ভাইয়ের মধ্যে একটা গম্ভির ভাব দেখা যায়। তিনি আরো বলেন, আরহা্ন এগ্রো বয়স হয়েছে মাত্র দুই বছর। এখানে চার জাতের মহিশ রয়েছে। আমাদের কাছে এক্সক্লিউসিভ কিছু গরু রয়েছে যা হয়তো এর আগে অনেকেই দেখেনি। প্রায় বিশ থেকে পচিশ জাতের গরু আমাদের ফার্মে রয়েছে। এখানে যারাই গরু বুকিং করে যাবেন ঈদের আগের দিন পর্যন্ত তাদের গরু পরিচর্চা করার দায়িত্ব আমাদের। এছাড়া ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial