News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-09-22, 10:30pm

রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781758558602.jpg


আজকের প্রভাত প্রতিবেদক: পাবনা আধুনিক উপ-শহর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম ও পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির সভাপতি মাহমুদ হাসান খান (সুমন) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামছুল ইসলাম খোকন,  সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান শামীম, স্বপ্নদ্রষ্টা মো: ফরহাদ উল্লাহ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থায়ী রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে পাবনা উপ শহর ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাবনা উপসহরের ভিশন ও আধুনিক স্থাপত্যগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প নকশা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় 'পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি, পাবনা জেলায় উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত উপ-শহর উপস্থাপন করে।

পাবনা উপ-শহর বাস্তবায়নের দাবি পাবনাবাসীর জন্য একটি সামাজিক আন্দোলন। এটি একটি চমৎকার ও সময়োপযোগী উদ্যোগ। এই দাবির সাথে সম্পৃক্ত হতে পেরে কমিটির সদস্যবৃন্দরা ধন্য মনে করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।