News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-09-22, 10:33pm

নিউজিল্যান্ডের মানাওয়াতু বেঙ্গলি সোসাইটির উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত

7cb86737-8f50-4a93-87a1-3643d67963f6-fd09a11bb40d4a5404396595ee185eeb1758558803.jpg


আজকের প্রভাত ডেস্ক: নিউজিল্যান্ডের মানাওয়াতু বেঙ্গলি সোসাইটির উদ্যোগে গত শনিবার  দুপুরে পালমারসটোন নর্থ এলাকার  রাঙিওরা নামের একটি হল রুমে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শ্রীকান্ত চ্যাটার্জি ও  নিবার্হী কমিটির অন্যতম কর্মকর্তা অধ্যাপক শামীম শাকুর সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত বাংলা ভাষাভাষী  নারী ও শিশুদের সাথে বিশেষ কুশলাদি বিনিময় করেন বিশিষ্ট  সমাজসেবক রুবাবা রহমান টিনা ।  এ সময়  অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বাঙালি মানুষের মধ্যে কুশলাদি বিনিময়  নেতৃবৃন্দ  বাংলাদেশ এ ভারতীয় বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার করার জন্য আহ্বান জানান হয়।  অনুষ্ঠানে বাংলাদেশের সাংবাদিক আতাউর রহমান উপস্থিত সবার সাথে পরিচিত হন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বাঙালি মানুষের মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার করার জন্য বিশেষ বিশেষ কর্মসূচি পালন করার উপর  গুরুত্ব আরোপ করা হয়। পরে সবাই মিলে আপ্যায়নে যোগ দেন।