News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-10-17, 11:24pm

সরিষাবাড়ীতে তারেক রহমানের সাক্ষাতকার প্রচার

messenger_creation_56dc14b9-1115-40ff-8010-48c8e6e48f6d-18ed41ba7ad2ae80a3b098910238cf5a1760721872.jpeg


এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির উদ্যোগে আরামনগর বাজার ছাগলহাটে বড়পর্দায় এটি দেখানো হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনয়ন ভাবনা, সরকার গঠন ও দেশ পরিচালনায় সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানা জরুরি। বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাতকার দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ, বিধায় সবার জ্ঞাতার্থে এটি প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়।