
এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির উদ্যোগে আরামনগর বাজার ছাগলহাটে বড়পর্দায় এটি দেখানো হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনয়ন ভাবনা, সরকার গঠন ও দেশ পরিচালনায় সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানা জরুরি। বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাতকার দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ, বিধায় সবার জ্ঞাতার্থে এটি প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়।